যোগাযোগ:
জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড রিসোর্ট
চুয়াডাঙ্গা রোড, ঝিনাইদহ (পল্লী বিদ্যুৎ অফিসের পাশে)
মোবাইলঃ 01707-128104, 01760-861519, 01995-561889, 01932-928334
ফেইসবুকঃ www.facebook.com/johandreamvalleybd
কিভাবে যাবেন
রাজধানী ঢাকার গাবতলী থেকে রয়েল, JR, সোনার তরী, চুয়াডাঙ্গা ডিলাক্স এবং এসবি পরিবহনের এসি/নন-এসি বাসে চড়ে ঝিনাইদহ যাওয়া যায়। এসি/নন-এসি বাসের টিকেটের মূল্য জনপ্রতি ৬৫০ থেকে ১৩০০ টাকা।
ঝিনাইদহ সদর থেকে ঝিনাইদহ চুয়াডাঙ্গা রোড ধরে মাত্র ৫ কিলোমিটার দূরত্বে জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড রিসোর্টটি অবস্থিত। ঝিনাইদহ থেকে ড্রীম ভ্যালী পার্কে যাওয়ার জন্য রিক্সা, অটোরিক্সা ও সিএনজি পাওয়া যায়।
যোগাযোগ:
জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড রিসোর্ট
চুয়াডাঙ্গা রোড, ঝিনাইদহ (পল্লী বিদ্যুৎ অফিসের পাশে)
মোবাইলঃ 01707-128104, 01760-861519, 01995-561889, 01932-928334
ফেইসবুকঃ www.facebook.com/johandreamvalleybd
জোহান ড্রীম ভ্যালী পার্ক
জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড রিসোর্ট (Johan Dream Valley Park and Resort) ঝিনাইদহের বিপুল জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র। মনোরম ছায়া ঘেরা জোহান ড্রীম ভ্যালী পার্কে বিনোদনের জন্য রয়েছে আধুনিক সকল সুযোগ সুবিধা। শিশুদের জন্য আছে কেইভ ট্রেন, জেট কোষ্টার, মেরি গো রাউন্ড, প্যাডেল বোট/ওয়াটার রিক্সা, ফানি এ্যাডভেঞ্চার, সুইং চেয়ার, নাগর দোলা এবং কিডস জোন।
প্রায় ১০০ বিঘা জমির উপর নির্মিত জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড রিসোর্টে বিভিন্ন আউটডোর এক্টিভিটি বা খোলাধুলার জন্য রয়েছে একটি বিশাল মাঠ। এছাড়া রাত্রি যাপনের জন্য জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড রিসোর্টে রয়েছে বিভিন্ন মানের রিসোর্টে আবাসন সুবিধা। জোহান ড্রীম ভ্যালী পার্কের প্রাকৃতিক পরিবেশে এক রাত থাকতে আপনাকে প্রায় ২০০০ টাকা গুনতে হবে।
প্রবেশ মূল্য
জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড রিসোর্টে প্রবেশ টিকেটের মূল্য ৬০ টাকা। আর প্রবেশ টিকেট এবং সকল রাইডের প্যাকেজ মূল্য (ওয়াটার কিংডম ও স্পীড বোট ছাড়া) ৩৫০ টাকা। চার বছরের নিচে শিশুদের প্রেবশ ফ্রী।
যোগাযোগ:
জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড রিসোর্ট
চুয়াডাঙ্গা রোড, ঝিনাইদহ (পল্লী বিদ্যুৎ অফিসের পাশে)
মোবাইলঃ 01707-128104, 01760-861519, 01995-561889, 01932-928334
ফেইসবুকঃ www.facebook.com/johandreamvalleybd
কিভাবে যাবেন
রাজধানী ঢাকার গাবতলী থেকে রয়েল, JR, সোনার তরী, চুয়াডাঙ্গা ডিলাক্স এবং এসবি পরিবহনের এসি/নন-এসি বাসে চড়ে ঝিনাইদহ যাওয়া যায়। এসি/নন-এসি বাসের টিকেটের মূল্য জনপ্রতি ৬৫০ থেকে ১৩০০ টাকা।
ঝিনাইদহ সদর থেকে ঝিনাইদহ চুয়াডাঙ্গা রোড ধরে মাত্র ৫ কিলোমিটার দূরত্বে জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড রিসোর্টটি অবস্থিত। ঝিনাইদহ থেকে ড্রীম ভ্যালী পার্কে যাওয়ার জন্য রিক্সা, অটোরিক্সা ও সিএনজি পাওয়া যায়।
কোথায় থাকবেন
ঝিনাইদহে থাকার জন্য বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। এদের মধ্যে হোটেল ড্রীম ইন্টারন্যাশনালের এসি/নন-এসি রুমে প্রতি রাত থাকতে ৭০০ থেকে ১৫০০ টাকা খরচ করতে হবে। আর হোটেল কুটুমে থাকতে গুনতে হবে ৫০০ থেকে ৮০০ টাকা।
কোথায় খাবেন
ঝিনাইদহ শহরে আহার, ফুড সাফারী, সুইট, ঘরোয়া ইত্যাদি রেস্টুরেন্টে প্রয়োজনীয় খাবারের পাশাপাশি ঘোষ এর মিষ্টি, পায়রা চত্তরের ছানা ও ছানার জিলাপী খেয়ে দেখতে পারেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস