জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড রিসোর্ট (Johan Dream Valley Park and Resort) ঝিনাইদহের বিপুল জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র। মনোরম ছায়া ঘেরা জোহান ড্রীম ভ্যালী পার্কে বিনোদনের জন্য রয়েছে আধুনিক সকল সুযোগ সুবিধা। শিশুদের জন্য আছে কেইভ ট্রেন, জেট কোষ্টার, মেরি গো রাউন্ড, প্যাডেল বোট/ওয়াটার রিক্সা, ফানি এ্যাডভেঞ্চার, সুইং চেয়ার, নাগর দোলা এবং কিডস জোন।
প্রায় ১০০ বিঘা জমির উপর নির্মিত জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড রিসোর্টে বিভিন্ন আউটডোর এক্টিভিটি বা খোলাধুলার জন্য রয়েছে একটি বিশাল মাঠ। এছাড়া রাত্রি যাপনের জন্য জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড রিসোর্টে রয়েছে বিভিন্ন মানের রিসোর্টে আবাসন সুবিধা। জোহান ড্রীম ভ্যালী পার্কের প্রাকৃতিক পরিবেশে এক রাত থাকতে আপনাকে প্রায় ২০০০ টাকা গুনতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস